গ্যালারি বানাচ্ছে নিনটেনডো

৩ জুন, ২০২১ ১১:১৮  
গেমিং কনসোলগুলোর মধ্যে অবশ্যই বনেদী ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নিনটেনডো। ১৯৮৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫ বিলিয়ন ভিডিও গেম ৭৯০ মিলিয়ন হার্ডওয়্যার বিক্রি করেছে জাপানের এই ইলেকট্রনিক্স ও ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটি। নিনটেনডোর এই গৌরবময় ঐতিহ্য নিয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়েই তৈরি করা হচ্ছে গ্যালারি। জাপানের দক্ষিণের শহর কিয়েটোতে নিজেদের কারখানাকে নতুন করে সাজাচ্ছে প্রতিষ্ঠানটি। সাজানোর কাজ শেষ হতে সময় লাগবে আরো বছর তিনেক। ২০২৪ সালের মার্চের পরই এই গ্যালারি থেকে নিনটেনডোর সব পণ্যের প্রদর্শনী ও অভিজ্ঞতা নিতে পারবেন দর্শনার্থীরা। এর আগে মার্চে ওসাকার ইউনিভার্সাল স্টুডিওতে সুপার মারিও থিম নির্ভর একটি এলাকা উন্মোচন করে নিনটেনডো। এরও দুই বছর আগে স্থাপন করে টোকিও শপ। আর এবার নিনটেনডো Uji Ogura Plant-এর তাস তৈরি ও গ্রাহক সেবা কেন্দ্রটিকে নতুন করে সাজিয়ে তৈরি করা হচ্ছে নিনটেনডো গ্যালারি।